কর্ণফুলীতে মোবাইল কোর্টের অভিযান; ৭০ হাজার টাকা জরিমানা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২০ ২০২০, ২০:৩৭

মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাসের অজুহাত দেখিয়ে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার কলেজ বাজার গ্রামের অসাধু ও মুনাফাখোর ব্যবসায়ী বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে।

এসব মুনাফাখোরদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শুরু করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।

আজ ২০ মার্চ শুক্রবার বিকেলে কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেনের নেতৃত্বে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজ বাজার অভিযান পরিচালনা করা হয়।

অভিযাকালে করুনা ভাইরাসের অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিরিক্ত রাখায় চারটি দোকানকে ৭০,০০০/-(সত্তর) হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টের অভিযান শেষে কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন বলেন করোনা ভাইরাস এর অজুহাত দেখিয়ে বিভিন্ন ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অধিক মূল্য রাখছে এমন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় আজ কর্ণফুলীতে অভিযান পরিচালনা করে অতিরিক্ত মূল্য রাখার দায়ে সত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে কর্ণফুলী উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।