কর্ণফুলীতে মাস্ক ও সামাজিক দূরত্ব না থাকায় ৮ জনকে অর্থদন্ড

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০২০, ১৯:২৯

কর্ণফুলী প্রতিনিধি;

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখায় এবং মাক্স না পরায় ৮জনকে অর্থদন্ড করা হয়েছে।

আজ ৩০ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রিট ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন।

এসময় যাত্রীবাহী বাসসমূহে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে না চলা এবং নিরাপদ দূরত্ব বজায় না রাখার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(২) ধারা মোতাবেক ৮ জনকে অর্থদন্ড প্রদান করা হয় এবং অনেক পথচারীকে সাবধান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা ছিলেন কর্ণফুলী থানা পুলিশ, চট্টগ্রাম ট্রাফিক বিভাগ এবং উপজেলা অফিসের কর্মকর্তাগণ।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো.নোমান হোসেন জানান, করোনা ভাইরাস (কোভিড ১৯) প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে জনসেবায় প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবেন।