কর্ণফুলীতে পানিতে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৭ ২০২০, ০০:৩৭

কর্ণফুলী প্রতিনিধি; চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় পুকুরের ডুবে ইয়াছিন আক্তার নামে আট বছরের শিশুর মৃত্যু হয়েছে।

১৬ জুন মঙ্গলবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ৮বছরের শিশুটি বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে সাঁতার না জানাতে শিশুটি ডুবে যায়।

পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজির পর একসময় পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

মৃত আট বছরের শিশু ইয়াছিন আক্তার উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে।

শিশু ইয়াছিন আক্তার(০৮)স্হানীয় শাহ অহিদিয়া কেজি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।