কর্ণফুলীতে নতুন ২ জনসহ মোট আক্রান্ত ৫৬ জন
একুশে জার্নাল
জুন ০২ ২০২০, ২০:৪৮
মোহাম্মদ মহিউদ্দিন, কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে ২নং ওয়ার্ডে সওদাগর বাড়িতে ৪০ বছর বয়সী একজন পুরুষের দেহে করোনা সনাক্ত হয়েছে। ১জুন সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রির্পোটে করোনা পজেটিভ আসে। তিনি বর্তমানে সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
অন্যদিকে চট্টগ্রাম সিভাসুতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহ মিরপুর গ্রামের ‘আশরাফ আলী বাড়ির’ ৩০বছর বয়সী একজন পুরুষের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তিনি বর্তমানে বাসায় রয়েছেন বলে জানা যায়।
০১ জুন সোমবারের রিপোর্টে এই দুইজনের ফলাফল পজেটিভ আসে। এই দুইজনসহ কর্ণফুলী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ জনে দাঁড়িয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বেশির ভাগ রোগীই নিজ নিজ বাসায় রয়েছেন। তবে প্রয়োজনে চিকিৎসার জন্য তাদের নগরীতে স্থানান্তর করা হবে বলে স্বাস্থ্য বিভাগ জানান।