কর্ণফুলীতে তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
একুশে জার্নাল
অক্টোবর ০৪ ২০২০, ২৩:৫০
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণপাড়ের খোয়াজনগরে গোল্ডেন সন লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পটিয়া, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ৭টি গাড়ি ছুটে আসে। কৌতূহলী মানুষের অতিরিক্ত ভিড় ও চুরি ঠেকাতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।