কর্ণফুলীতে ছিনতাই মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০১ ২০২০, ১৫:০৮

নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা থেকে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের মামলায় আনোয়ারা উপজেলার ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আসিফ (২৬) গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

৩১শে রোববার বিকেলে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আসিফকে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশ থেকে গ্রেফতার করেছেন বলে নিশ্চিত করেন কর্ণফুলী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান আসিফ (২৬) আনোয়ারা সদর এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে। তিনি আনোয়ারা কলেজ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

জানাযায়, গত ১মার্চ কর্ণফুলী উপজেলার ফসিল পেট্রোল পাম্পের সামনে থেকে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান আসিফ জড়িত ছিলেন।

এই বিষয়ে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল বলেন, সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের মামলায় আসিফ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানো হচ্ছে।