কর্ণফুলীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ০৪ ২০২০, ১২:০১

মোহাম্মদ মহিউদ্দিন কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি: চট্রগ্রাম কর্ণফুলী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের নিদর্শনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় কর্ণফুলী উপজেলা মইজ্যারটেক মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান বাবু চত্বরে

স্বাধীনতাবিরোধী- যুদ্ধপরাধী- মৌলবাদী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং ছাত্রলীগ কর্মী রাকিবের হত্যাকারীর ও রাসেল হত্যার অনতিবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়ছে।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন নয়ন,সাইফুদ্দীন, সাজ্জাদ সাজিদ,সাঈদ হোসেন রিমন, আরমান হায়দার,নুরুল হক চৌধুরী, মোরশেদ,দেলোয়ার হোসেন জনি,আতিকুল ইসলাম জুয়েল,গিয়াস,ইফতেখার বিন হাসান রনি,আজিজ,তানভীর আমিন শুভ, কামাল,কফিল উদ্দিন, আলাউদ্দিন মাঝি,রাভেল মুহাম্মদ, তাসকিন সাকিব,এমদাদুল হক রুবেল,আরফাত, রাসেল আহমেদ রাইন,নুরুদ্দিন কাজল,সহ চরপাথরঘাটা, চরলক্ষ্যা,শিকল বাহা,জুলধা ও বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীবৃন্দ

এইসময় বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিপ করে পরে মইজ্যারটেক মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বাবু চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে বিক্ষোভ সভার সমাপ্তি করেন।