কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডারের আগুনে চার বসতঘর পুড়ে ছাই

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৭ ২০২০, ২২:৪১

কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে চারটি বসত ঘর পুড়ে গেছে।

২৭ জুন শনিবার বিকাল ৩.১০ মিনিটে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৭নং ওর্য়াডের দক্ষিণ শাহমীর গ্রামের জাকির পাড়াতে এই দূঘটনা ঘটে।

জানা যায় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে স্হানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নেভাতে সক্ষম হলেও চারটি ঘর পুড়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ দুলাল মিত্র বলেন আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনা স্হলে যাওয়ার আগে আগুন নিভাতে সক্ষম হন স্হানীয়দের সাহায্যে।তিনি আরও বলেন এই ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ব্যাপারে জানতে চাইলে স্হানীয় ইউপি সদস্য মোঃইলিয়াছ বলেন গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে উপজেলা চেয়ারম্যান খোঁজ খবর নিয়ে ক্ষতিগ্রস্তদের আগামীকাল উপজেলাতে যাওয়ার জন্য বলেছেন।