কর্ণফুলীতে গ্যাসের চুলার আগুনে ৪টি ঘর পুড়ে ছাই
একুশে জার্নাল
জুলাই ২৮ ২০২০, ১৬:২৭

কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নে গ্যাসের চুলা থেকে ৪টি ঘর পুড়ে চাই হয়েই যায়। এতে ৬লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
২৮ জুলাই মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের দক্ষিণ ইউসুফ বাড়িতে এই দূঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে গ্যাসের চুলা থেকে আগুন লাগলে সে আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার সেকান্দর, আব্বাস, হাবিব, নাছিম এদের ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা আরও বলেন, ৯৯৯ এ ফোন করার ৩০ মিনিট পর ফায়ার সার্ভিস আসছে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে।
এলাকার ‘শিকলবাহা আদর্শ পাড়া প্রতিবাদী কন্ঠ’ নামের একটি সংগঠনের সদস্যরা মিলে ফায়ারসার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনলেও তাতে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
চট্টগ্রাম রাজাখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায় যে, তারা পৌঁছার আগেই অনেকাংশে পুড়ে যায়।