কর্ণফুলীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মসূচি
একুশে জার্নাল ডটকম
অক্টোবর ২৯ ২০২০, ১৮:০২
নিজস্ব প্রতিনিধি: কর্ণফুলীতে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় উপজেলার মইজ্জারটেক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়।
এতে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।
ইউএনও শাহিনা সুলতানা বলেন, ‘পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর মহৎ কাজটি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কর্ণফুলী উপজেলার এই গুরুত্বপূ্র্ণ স্থানে সম্পন্ন করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাউসিয়া কমিটিকে অভিন্দন ও ধন্যবাদ জানাচ্ছি।’
গাউছিয়া কমিটি বাংলাদেশ কর্ণফুলী থানা শাখার আয়োজনে এ কর্মসূচিতে আরো অংশগ্রহণ করেন সামাজিক সংগঠন শিকলবাহা আস-সুন্নাহ ফাউন্ডেশন, ফয়জানে মুস্তফা সা:, জিলানী পরিবার, বখতেয়ার পাড়া যুব উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন ও সংগঠনের নেতৃবৃন্দ।