করোনা সন্দেহ বা আক্রান্ত মরদেহের কাফন-দাফনে প্রস্তুত “রূপগঞ্জ এহসান পরিবার”
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২১ ২০২০, ১২:০৩
মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ:
বিশ্বব্যাপী করোনার আগ্রাসী থাবায় স্তব্ধ যখন সকল পরাশক্তি। বিভীষিকাময় পরিস্থিতিতে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস। মানবতা আজ অমাবস্যার চাঁদ। করোনা সন্দেহে গর্ভধারিনী মাকে জঙ্গলে ফেলে আসছে যখন অভাগা পুত্র। মৃত স্বামীর লাশটা চেয়েও দেখছেনা যখন সোহাগী বউ। শেষ বিদায়ে আদরের পুত্রের বদন খানি বুকে জড়ানো দুরে থাক দোরগোড়ায়ও ভিড়ছে না পিতা পরিচয়ের মানুষটি।মনে হয় যেন, করোনা নামক অদৃশ্য অশুভ এক দানবের ভয়ে জড়সড় হয়ে গেছে নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ, ধনী-গরীব, রাজা-প্রজা সবে।ঠিক তখনি সকল সৃষ্টি জীবের ভয়কে পদদলিত করে সৃষ্টিকর্তার ভয়কে পুঁজি করে শুধুমাত্র মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে করোনা সন্দেহ বা আক্রান্ত মরদেহের কাফন-দাফনে প্রস্তূত “রূপগঞ্জ এহসান পরিবার”।
রূপগঞ্জ থানা এহসান কমিটির অন্যতম সদস্য,আত্-তাক্বওয়া নৈশ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওঃ মাহবুব হোসাইন জালালাবাদী এ প্রতিবেদককে বলেন, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক ও থানার অনুমতি সাপেক্ষে এহসান পরিবারের রূপগঞ্জ থানা কমিটি গঠন করে সকল প্রকার প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম সহ প্রস্তুতি গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ! আমাদের টীমের সকল সদস্যই কাফন দাফনের কাজে পূর্ব প্রশিক্ষণ প্রাপ্ত ও পূর্ণ অভিজ্ঞ। আমরা প্রত্যেকেই আগ থেকেই নিজ নিজ সমাজে এ কাজের আঞ্জাম দিয়ে আসছি। করোনা কালীন বিশেষ প্রশিক্ষণও জেলা কমিটির মাধ্যমে অতিসত্বর সম্পন্ন হবে।
মাওঃ জালালাবাদী বলেন, আল্লাহ না করুন,যদি রূপগঞ্জে কেউ করোনা পরিস্থিতিতে মারা যায় তাহলে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি যে, আমাদের টীমের যে কোন সদস্যের সাথে যোগাযোগ করলে আমরা নিজ দায়িত্বে মরদেহের কাফন-দাফন সম্পন্ন করবো ইনশা আল্লাহ।
তিনি আরো জানান, ইতিমধ্যে এহসান পরিবারের জেলা টীম স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জ সিটি ও সদর এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।শুধু কাফন দাফনই নয়, দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ, জীবাণু নাশক পরিবেশন ও জনসচেতনতা সৃষ্টির জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ এহসান পরিবার গ্রহণ করেছে।
এ যাবত রূপগঞ্জে একজন করোনায় মৃত্যু বরণ করেছে খবর পেয়েই আমরা প্রস্তুতি নিয়েছি।
রূপগঞ্জ এহসান পরিবারের সদস্যদের নাম ও মোবাইল নাম্বার নিম্নে দেয়া হলো:
১. মাওঃ বেলাল হোসাইন আল-মাদানী। মুহতামিম,মুহাব্বতপুর মাঝিপাড়া মাদরাসা।
মোবাইলঃ ০১৭৬২ ১৬১৪২০
২. মাওঃ ইউসুফ ফরিদী, মুড়াপাড়া।
মোবাইলঃ ০১৯১৯ ৬৫৪৩১৫
৩. মাওঃ লোকমান হোসাইন আমিনী,
মোবাইলঃ ০১৯২৪ ৬৭৮৮৪৬
৪. মাওঃ তাওহীদুর রহমান।ইমাম,মীরকুটিরছেও জামে মসজিদ।
মোবাইলঃ ০১৭৭৮ ৮৮৫৩৫৩
৫. মুফতি ইসমাঈল হোসাইন, মাঝিপাড়া মাদরাসা।
মোবাইলঃ ০১৯২১ ৫৪৭২১২
৬. মুফতি মাকসুদুল্লাহ আল-কাফি।
মোবাইলঃ ০১৭৯৫ ০১০৩৪০
৭. মুফতি আল আমীন মানসুরী
মোবাইলঃ ০১৭৫৩ ৯৫৩৫৬৫
৮. মাওঃ মাহফুজ আহমাদ রুম্মান,সিলেটী।
মোবাইলঃ ০১৭৩৫ ৪৬৪৩১৪
৯. মাওঃ মাহবুব হোসাইন জালালাবাদী, আত্-তাক্বওয়া নৈশ মাদরাসা,শাওঘাট।
মোবাইলঃ ০১৭২০ ৬৭১৭৯৮
১০. মোঃ আমিনুল ইসলাম
মোবাইলঃ ০১৭৬৬ ৫৪৫৭২০