করোনা সচেতনতায় রংপুরে ডোর টু ডোর জীবানু নাশক স্প্রে নিয়ে স্কাউট

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৫:১৭

কোভিট-১৯ এ আক্রান্ত পুরো বিশ্ব এবং আতংকে মানব সমাজ৷ কোভিট-১৯ মোকাবেলায় সরকার সহ কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায় করোনা সচেতনতায় ও প্রতিরোধে রংপুর নগরীতে বিভিন্ন স্থানে স্বেচ্ছায় ডোর টু ডোর করোনা জীবানু নাশক স্প্রে করে আসছে বাংলাদেশ স্কাউটসের রংপুর জেলার মানব সেবায় আত্মনিবেদিত রোভার স্কাউট সদস্য রেজওয়ান হোসেন সুমন।

ঐ স্কাউট সদস্য জানায় দেশের আপদকালীন সময়ে বাংলাদেশ স্কাউটসের সদস্যরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্কাউটিংয়ের মূলমন্ত্র “সেবা”কে ধারন করে সম্প্রতি দেশের এই মহামারী অবস্থায় করোনা সচেতনতায় ও প্রতিরোধে একজন স্কাউট সদস্য হিসেবে রংপুর মহানগরীর বিভিন্ন অলিগলিতে গিয়ে প্রয়োজনীয় পিপিই ব্যাবহার মাধ্যমে নিজের সেফটি নিশ্চিত করে স্বেচ্ছায় ডোর টু ডোর করোনা জীবানু নাশক স্প্রে করে দিয়ে আসছি। রংপুর মহানগরীর ভিতরে যে কেউ নিম্নোক্ত হট লাইন ০১৭৮৩১৫৭২৮১ যোগাযোগ করলে স্বল্প সময়ের মধ্যেই পৌছে দিব এই সেবা।

সে আরো জানায় দেশের যে কোনো পরিস্থিতিতে স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি।

দেশের বর্তমান পরিস্থিতিতে নিজ নিজ অবস্থান থেকে বৃত্তবানদের আশে পাশে থাকা দরিদ্র পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায়।