করোনা সংক্রমণ রোধে নিরলস কাজ করে যাচ্ছে রংপুর মেট্রোপলিটন পুলিশ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৯ ২০২০, ২০:৫২

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান লক্ড ডাউন বাস্তবায়নে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর নিবেদিতপ্রাণ সদস্যবৃন্দ। নগরীর প্রবেশ পথসহ গুরুত্বপূর্ণ ১৭টি স্থানে বসানো হয়েছে মেট্রোপলিটন পুলিশ এর চেকপোস্ট। চেকপোস্টসমুহে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যাক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও দীর্ঘ সময় ধরে কাজ করার ফলে ক্লান্তি নিরসনের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ এর মাননীয় কমিশনার মহোদয় এর নির্দেশে প্রতিটি চেকপোস্টে দায়িত্বরত সদস্যের বিশ্রামের জন্য তাবু স্থাপন, ফ্লাক্সে গরম পানি সরবরাহ ও চা পানের ব্যবস্থা করা হয়েছে।
চেকপোস্টের রাত্রিকালীন নিরাপত্তা ডিউটি এবং দায়িত্বরত সদস্যের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত ব্যবস্থাদি তদারকি করছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার জনাব মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় সহ ডিসি হেডকোয়ার্টার্স মোঃ মহিদুল ইসলাম এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।