করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা
একুশে জার্নাল
এপ্রিল ১১ ২০২০, ০৭:৪৪
করোনা ভাইরাস সংক্রমণে সারা পৃথিবী যেনো থমকে গিয়েছে। মৃত্যু ও সংক্রমণের মিছিল বেড়েই চলেছে অবিরাম। আট জন করোনা ভাইরাস সংক্রমিত হওয়ায় ৫ম ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় গাইবান্ধা। তাই করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে গাইবান্ধা জেলা লকডাউন ঘোষণা করছে। গতকাল শুক্রবার (১০এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক আব্দুল মতিন এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গাইবান্ধা জেলার আট জনের শরীরে করোণা ভাইরাস শনাক্তের পর ৫ নম্বর ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় গাইবান্ধা।শুক্রবার বিকাল ৫টার পর থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত গাইবান্ধা লকডাউন থাকবে বলে জানানা জেলা প্রশাসক।
করোনা (কভিড১৯) সংক্রমণের ঝুঁকি কমাতে গাইবান্ধা জেলার সচেতন মানুষ গাইবান্ধাকে লকডাউন ঘোষণা দেওয়ার দাবি তুলে আসছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে। গাইবান্ধা লকডাউন ঘোষণা দেওয়ায় সন্তোষ প্রকাশ করে এই সচেতন মহল।