করোনা রোধে জীবানুনাশক স্প্রে ও দুরত্ব রেখা অংকন করছে সাধারণ শিক্ষার্থীরা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ৩০ ২০২০, ২০:৩৯

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিনিধি: বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবানুনাশক স্প্রে, দুরত্ব রেখা অংকন ও মাইকিং করেছেন নাওডাঙ্গা ইউনিয়নের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

আজ রবিবার বেলা ১১ টায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন নাওডাঙ্গা বাজারের দোকান এবং বাহির থেকে আসা গাড়িগুলোতে এই জীবানুনাশক স্প্রে করা হয়। স্প্রে করার পাশাপাশি দোকানের সামনে ভীড় এড়াতে নির্দিষ্ট দুরত্বে চুন ও চক দিয়ে ক্রেতাদের দাঁড়ানোর জন্য বৃত্ত এঁকে দেয়া হয়। এসময় দোকানদার এবং পাশ্ববর্তী এলাকার লোকদের অপ্রয়োজনে বাজারে ঘোরাফেরা না করতে এবং দোকানের সামনে অংকিত নির্দিষ্ট দুরত্বসুচক চিহ্ন হতে ক্রয়-বিক্রয়ের জন্য হ্যান্ড মাইক দিয়ে ঘোষণা প্রদান করা হয়।

কর্মসূচির ব্যাপারে আব্দুল মান্নান নামের এক শিক্ষার্থী বলেন, গ্রামের মানুষ সহজ-সরল এবং তুলনামূলকভাবে কম শিক্ষিত হওয়ায় তারা করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে তত বেশি সচেতন নয়। গ্রামের অনেক মানুষের মধ্যেই বদ্ধমুল ধারণা যে, এই ভাইরাস তাদের ক্ষতি করতে পারবে না। সে কারণে হোম কোয়ারেন্টাইন নিত্যদিনের মতোই তাদের বাজারে এসে আড্ডা দিতে দেখা যায়। আমরা কতিপয় সাধারণ শিক্ষার্থী নিজ উদ্যোগে গ্রামের এসব মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি প্রতিরোধমূলক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছি, আগামী দিনগুলোতেও আমরা কাজ করতে চাই। সকলের সহযোগিতা কাম্য।

শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী (মুসা) জানান, আমরাও সর্বাত্মকভাবে গ্রামের মানুষদের বুঝানোর জন্য চেষ্টা করছি। এরপরও কিছু মানুষ খেলার নামে জনসমাগম সৃষ্টি করছে। এদের সামাজিকভাবে প্রতিরোধ না করলে একা আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না।

তিনি আরো বলেন, আমার জায়গা থেকে আমি গ্রাম পুলিশদের সাথে নিয়ে ঢাকা ফেরত যারা আছেন তাদের তালিকা প্রস্তুত করার চেষ্টা করছি এবং তাদের হোম কোয়ারেন্টাইন মানার জন্য জোর দেয়া হচ্ছে। পাশাপাশি কোথাও কোন সমস্যা আছে কিনা সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। তোমরা যারা এ কাজ করছো তাদের প্রতি আমার আবেদন থাকবে সামাজিকভাবে তোমরা এই সচেতনতা তৈরি কর। এক্ষেত্রে আমাদের সকল ধরনের সহযোগিতা থাকবে। তবে সচেতন করতে গিয়ে যেন জনসমাগম না হয় সে বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে।

জীবানুনাশক স্প্রে, নির্দিষ্ট দুরত্ব রেখা এবং হ্যান্ড মাইকিং এর মাধ্যমে সচেতনতা তৈরিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন নাওডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আতাউর রহমান, ৬ নং ওয়ার্ড মেম্বার আমিনুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন শিক্ষার্থীদের মধ্যে আহমদ ঈসা মিতুল, লাবন্য রায়, আসাদুজ্জামান পাপ্পু, নাজমুস সাকিব পিয়াস, রাসেল, আতাউর, আনন্দসহ আরও কয়েকজন।

উল্লেখ্য যে, এর আগে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে করোনাভাইরাস সচেতনতামূলক পোস্টার, লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়।