করোনা রোধে এমপি শামীম ওসমানের কোটি টাকা অনুদান: বাড়িওয়ালাদের ভাড়া মওকুফের অনুরোধ

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০২ ২০২০, ২১:২১

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসের কারণে দেশের এই করুন পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলকে একসাথে থাকার অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব এ কে এম শামীম ওসমান।

বৃহস্পতিবার ২ এপ্রিল বিকালে শহরের চাষাড়ায় রাইফেল্স ক্লাবে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এমপি শামীম ওসমান এ অনুরোধ করেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, এ সমস্যা কতদিন থাকবে তা আমরা কেউ জানি না। তবে প্রশাসন, সাংবাদিক, চিকিৎসক ও সকল রাজনৈতিক দলকে একত্রে জনগনকে সচেতন ও সহযোগিতা করতে হবে। রাজনৈতিক কথা বলছি না বরং কিভাবে কাজ করলে সুবিধা হবে সে পরামর্শ চাই।

শামীম ওসমান আরো বলেন, আল্লাহভক্ত জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের কারণে আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় এখনো ভালো আছে। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।যে দেশের রাষ্ট্রপ্রধান আল্লাহভক্ত সে দেশের উপর আল্লাহর একটা বিশেষ রহমত থাকে।যে ভাইরাস আমাদেরকে আক্রমণ করেছে তা থেকে বাঁচতে সকলের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থী।

জনগণকে বাহিরে বের না হওয়ার অনুরোধ জানিয়ে এমপি বলেন, নিজে সাহসী প্রমান করতে চাইলে ঘরেই থাকেন। বাইরে ঘুরাঘুরি কোন বাহাদুরি না।অযথা নিজের বা অন্যের বিপদের কারণ হবেন না।সব ধর্মেই সচেতনতার কথা বলা আছে।সবাই মানার চেষ্টা করি। প্রশাসন যদি শুধু আমাদের ঘরে ফেরানোর কাজেই ব্যস্ত থাকেন তাহলে বাকি গুরুত্বপূর্ণ কাজ কিভাবে করবেন?

প্রবীণ এই নেতা আরো বলেন, আমরা ১৫-২০ দিন যাবত মাঠে আছি। মানুষের বিপদে মানুষ হিসেবে দলমত নির্বিশেষে পাশে দাঁড়িয়েছি। সরকারের একার পক্ষে দেশের ষোল কোটি মানুষের খেয়াল রাখা সম্ভব না।তাই সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আমি ৯৯ লক্ষ ৯৯ হাজার টাকা অনুদান দিয়েছি। এটা দিয়ে যারা কারো কাছে হাত পাততে পারে না তাদের ঘরে খাবার পৌঁছে দেয়া হবে।

তিনি আরো বলেন, বাড়িওয়ালারা কমপক্ষে এক মাসের ভাড়া মওকুফ করেন। এটা আপনার দান/সদকা/ যাকাত হবে। আর সিটি করপোরেশনকে অনুরোধ করবো হোল্ডিং ট্যাক্স ছাড় দিতে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সকলকে স্যালুট জানাই, সম্মান করি। পক্ষে কিংবা বিপক্ষে লেখেন সকলকে স্যালুট করি। কারণ আপনাদের অনেকের ঘরে চুলা জ্বলছে না, তারপরও আপনারা কষ্ট করে সংবাদ সংগ্রহ করছেন। আপনাদের কারো প্রয়োজন মনে করলে আমাকে বলতে পারেন।

এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইমতিয়াজ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক।