করোনা ভাইরাস: ফ্রান্সে বন্ধ হচ্ছে সকল স্কুল-কলেজ, মৃতের সংখ্যা ৬১

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৩ ২০২০, ০৮:১০

করোনা ভাইরাসের কারণে ফ্রান্সে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বেশী খারাপ স্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট এ্যামানুয়েল ম্যাক্রন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের হাসপাতালগুলোর সক্ষমতা ব্যাপক হারে বৃদ্ধি করা হবে। এছাড়াও সোমবার থেকে ফ্রান্সের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং শিশুদের তত্ত্বাবধান করা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

তবে দেশটির আসন্ন স্থানীয় নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেন তিনি।

এছাড়াও দেশের গণপরিবহনগুলো উন্মুক্ত থাকবে এবং সকল যান চলাচল স্বাভাবিক থাকবে। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মীদের নিজ নিজ বাড়ী থেকে কাজ করার অনুমতি দেওয়ার জন্য বলা হয়েছে।

আরও বলা হয়েছে, চলতি মাসের ট্যাক্স প্রদান স্থগিত করা হবে। শুধু তাই নয়, প্রয়োজন হলে ইউরোপীয় ইউনিয়নের সাথে সমন্বয় করে সমস্ত বর্ডারগুলো বন্ধ করে দেয়া হবে।

এদিকে সর্বশেষ খবর অনুযায়ী ফ্রান্সে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১জন।