করোনা ভাইরাস নিয়ে নোংরা রাজনীতি পরিহার করুন: ইসলামী যুব আন্দোলন
একুশে জার্নাল
মার্চ ২১ ২০২০, ১৭:৪৫

জসিম উদ্দীন মিছবাহ বাঁশখালী প্রতিনিধি:করোনা ভাইরাস নিয়ে নোংরা রাজনীতি পরিহার করার আহবান জানিয়ে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, বৈশ্বিক মহামারী করনা ভাইরাস নিয়ে দেশের মানুষ আতংকিত তাই এই অবস্থায় সরকারের কিছু দায়িত্বশীল বেক্তির অতিরঞ্জিত বক্তব্য আনাকাঙ্খিত, এভাবে দেশের মানুষ নিয়ে উপহাস করবেন না।
গতকাল ২০ মার্চ রাতে কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলনের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন ।
তিনি আরো বলেন, করোনা ভাইরাস আতংকে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে তাই এই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। কেউ কেউ খাবার মজুদ করে রাখার জন্য বেশি কিনছে, যার ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ বিপদে পরছে, তাই স্বার্থপর মনোভাব পরিহার করে সবাই মিলে সমস্যা সমাধানের আহবান জানান।
বৈঠকে চলমান পরিস্থিতিতে এ মুহুর্তে ইসলামী যুব আন্দোলনের সকল শাখা ও জনশক্তির জন্য করণীয় ও কর্মসূচী গ্রহণ করা হয়।
১. ইসলামী যুব আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে। তবে জনস্বাস্থ্য পরিপন্থী কর্মসূচীসমূহ থেকে আপাতত সবাইকে বিরত থাকতে হবে।
২. যে প্রতিকূল পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার জন্য সকলকে প্রস্তত থাকতে নির্দেশ প্রদাণ করা হয়।
৩. সোস্যাল মিডিয়া, ইমেইল কিংবা পারস্পরিক ফোনালাপে মহামারী এই ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। সেই সাথে নেতিবাচক ভিডিও কিংবা তথ্য যে কোন মাধ্যমে শেয়ার করা হতে বিরত থাকতে হবে।
৪. মহামারী করোনা ভাইরাস থেকে পরিত্রাণের জন্য প্রতি সোম ও বৃহস্পতিবার সুন্নাহর অংশ হিসেবে রোজা রাখা।
৫. প্রতিদিন সালাতুল হাজত আদায় করা ও রাত্রীকালীন ইবাদাত তথা তাহাজ্জুদের আমল নিয়মিত করা।
৬. বেশি বেশি কুরআন তিলাওয়াতসহ প্রত্যেক শাখাভিত্তিক দায়িত্বশীলদের মাধ্যমে স্ব-অবস্থানে থেকে খতমে কুরআনের ব্যবস্থা করা।
৭. ইস্তিগফারের আমল ও রব্বে কারীমের দরবারে রোনাজারী বৃদ্ধি করা।
৮. করোনা ভাইরাসের বিষয়ে যুব আন্দোলন কর্তৃক প্রকাশিত লিফলেটের নির্দেশনা অনুযায়ী গণসচেতনতা তৈরী করা।