‘করোনা ভয়ে হতাশা নয় সচেতনতা’ মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ গ্লোরী ফাউন্ডেশনের

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২২ ২০২০, ১৮:৩৫


এস এইস আবীর,ক্যাম্পাস প্রতিনিধি জিটিসি:

করোনা হলো প্রাণঘাতী এক ভাইরাস এর নাম।আতংকে হিমশিম খাচ্ছে সব পেশাজীবীর মানুষ।সচেতনতা সৃষ্টি করতে নতুন প্রজন্মের একদল স্বপ্নচারী সঙ্গে নিয়ে মাঠে নেমেছে “গ্লোরী ফাউন্ডেশন” নামক একদল সেচ্ছাসেবী সংগঠন।এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো সচেতনতা সৃষ্টি ও জনমানুষের পাশে দাঁড়ানো।

আজ ২২ মার্চ গ্লোরী ফাউন্ডেশন আয়োজন করেন ‘করোনা ভাইরাস’ নিয়ে সচেতনতা ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচী।

রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর রেলস্টেশনের আসে পাশের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি , হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিতরণ করেন এই সংগঠনটি।

গ্লোরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি বলেন,দেশ এর মানুষ যখন করোনা ভাইরাস ‘কোভিড-১৯ নিয়ে আতংক।

ইতিমধ্যে এর প্রভাব পড়েছেন দেশের প্রতিটি স্থানে চিন্তিত গবেষকরা। সরকার পদক্ষেপ নিচ্ছে নানা কল্পনার মধ্যে দিয়ে।

তবে আমরা যদি ভয় না পেয়ে সচেতনতা অবলম্বন করি তাহলে এটা নির্মুল করা সম্ভব। সরকারের কর্মসূচি গুলো পালন করতে হবে এবং অন্য কেউ উৎসাহিত করতে হবে। আমাদের উচিত সরকারের পাশে দাঁড়ানো।

গ্লোরী ফাউন্ডেশন এর সদস্য অনামিকা ফারিয়া বলেন, মাক্স বা হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা আমাদের মুল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো সচেতনতা সৃষ্টি করা কিভাবে এটা প্রতিরোধ করা যায়।

কিভাবে আমরা ভয় না পেয়ে প্রতিরোধ করতে পারি সুস্থ থাকতে পারি।নিয়মিত ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে হবে।নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিয়মিত হাত মুখ ধুতে হবে অন্যকেউ সচেতন করতে হবে।তাহলে এটা নির্মুল করা সম্ভব হবে বলে মন্তব্য করেন।