করোনা; ব্রাজিলে সর্বোচ্চ মৃত্যু ১১৭৯

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২০ ২০২০, ১৪:০৫

মহামারি করোনাভাইরাসের নতুন হটস্পট হিসেবে বেশ কিছুদিন ধরে তান্ডব চালাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে।

প্রাণঘাতী এই ভাইরাসে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে। যা একদিনের হিসেবে দেশটিতে সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১৮ হাজারে দাঁড়ালো।

করোনায় আক্রান্তের সংখ্যার হিসেবে বিশ্বে ব্রাজিলের অবস্থান এখন তৃতীয়। দেশটিতে এখন মোট আক্রান্ত ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৭ হাজার ৪০৮ জন আক্রান্ত হয়েছে।

ব্রাজিলে করোনা ইতিমধ্যে ভয়াবহ আকার নিলেও তা ঠেকাতে দেশটিতের রাজনীতিবিদরা এখনও এক হতে পারেননি। বিশেষ করে ব্রাজিলের প্রেসিডেন্ট করোনা ভাইরাসকে পাত্তাই দিচ্ছেন না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের জারি করা সামাজিক দূরত্ব স্বয়ং তিনিই মানছেন না বলে বিশ্ব গণমাধ্য

সেইসঙ্গে লকডাউন নিয়েও মতবিরোধ করছেন বোলসোনারো। তার ভাষ্য, করোনার চেয়ে লকডাউনে মানুষের বেশি ক্ষতি করবে।