করোনা প্রাদুর্ভাবে অসহায় পশু পাখিদের প্রতি যত্ন নিন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১২ ২০২০, ১৪:৫২

করোনা ভাইরাসের থমকে গেছে গোটা বিশ্ব।করোনা আতংকে সাধারণ ছুটিতে বন্ধ রেস্টুরেন্ট মার্কেট দোকানপাট হাটবাজার সবকিছুই। শুধু মানুষই নয়, বিপাকে রাস্তার অসহায় পশু পাখিগুলো।রাস্তায় মিলছে না খাদ্য।মিলছে না দোকানেও।পথেই অসুস্থ হয়ে পড়ছে অসহায় পশু পাখিরা।খাদ্যের খোঁজে জনমানবহীন নীরব এলাকায় পশু পাখিরা বিচরণ করে ছুটে চলছে।তেমনই অসহায় অবস্থায় এক হনুমান কে দেখে মুখে খাবার তুলে দিয়ে এক মানবিকতার নজির গড়লেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন।

ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন,করোনা সতর্কতায় দেশজুড়ে সাধারণ ছুটি।অত্যন্ত প্রয়োজনীয় পণ্যের দোকান বাদে বন্ধ প্রায় সবকিছুই।এতে বিপাকে অবলা অসহায় পশু পাখিরা।বন্ধ তাদের খাবারের দোকান।তাই খাদ্য-সঙ্কটের মুখে পরেছে পথের পশু পাখিরা।খাদ্যের অভাবে এখানে সেখানে তারা ঘুরে দিশেহারা।আল্লাহর সৃষ্টি প্রতিটি জীবের ওপর দয়া করা মানুষের ইমানি দায়িত্ব। মানুষ হিসেবে আমরা মানবিক হই, জীব-জন্তু ও পশু-পাখির প্রতি ও আমাদের দৃষ্টি দেয়া উচিত।এই মূহুর্তে আমাদের সকলের দায়িত্ব করোনা প্রাদুর্ভাবে অসহায় পথের পশু পাখিদের প্রতি যত্ন নেওয়া তাদের মুখে একটু খাবার তুলে দেওয়া।মানুষের জন্য না হয় মানুষ দাঁড়ালো, এসব অসহায় পথের পশু পাখিদের পাশে দাঁড়াবে কে।