করোনা নিয়ন্ত্রণে সরকার কোনো কাজই করেনি: রিজভী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ০৪ ২০২০, ১৭:৫৭

বিএনপি'র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

করোনা নিয়ন্ত্রণে সরকার কোনো কাজই করেনি মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা ও বন্যা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ঢাকতে, জনগণের দৃষ্টিকে সরাতে আওয়ামী লীগ নেতারা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে।

মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবে বিএনপির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ওবায়দুল কাদের বলেছেন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। সত্যিকার অর্থে করোনা সারাদেশে গ্রামগঞ্জে ব্যাপক বিস্তার লাভ করেছে।

সরকারের লোকজন প্রকৃত পরিস্থিতি আড়াল করার জন্য এসব বলছেন। আর সরকারের লোকজন প্রধানমন্ত্রীকে খুশি করতে বলছেন করোনা নিয়ন্ত্রণে রয়েছে। তারা প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করছে না।

তিনি বলেন, করোনা শুরুর প্রথম দিকে করোনা মোকাবেলার প্রস্তুতি নিলে করোনা এত প্রভাব বিস্তার করতে পারত না। সরকার তখন অন্য একটি কাজে ব্যস্ত ছিল। করোনা নিয়ন্ত্রণে কোনো কাজ করেনি।

বিএনপি মুখপাত্র বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ। তারপরও প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য সরকারের মন্ত্রী-এমপিরা বানিয়ে অসত্য, মিথ্যা কথা বলছেন।

তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ সাধারণ মানুষ করোনায় মারা যাচ্ছে।

সরকারের পক্ষ থেকে করোনার প্রকৃত তথ্য মানুষকে জানালে তারা সচেতন হতে পারত। কিন্তু সরকার সেটি না করে মিথ্যা বলছে।

রিজভী বলেন, করোনার মধ্যে বন্যা মানুষের ওপর যেন মড়ার ওপরে খাড়ার ঘা। বানভাসি মানুষ না খেয়ে হাহাকার করছে। রাস্তার ওপরে আশ্রয় নিয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার বানভাসি মানুষের জন্য কোনো পদক্ষেপ নেয়নি। তাদের ত্রাণ দেওয়া হচ্ছে না। সরকারি সহয়তা করা হচ্ছে না।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা দলের আহবায়ক অ্যাডভোকেট রেহেনা খানম বিউটির মৃত্যুতে তার কুড়িগ্রামস্থ বাসভবনে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান এবং কবর জিয়ারত করেন রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ব্যারিস্টার রবিউল আলম সৈকত প্রমুখ।