করোনা জয় করে হাসপাতাল ত্যাগ করলেন কাউন্সিলর আজাদ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৩ ২০২০, ১৮:০৬

করোনা জয় করে হাসপাতাল ত্যাগ করলেন কাউন্সিলর আজাদ। বুধবার দুপুর ৩ টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যান তিনি।

এর আগে করোনা মুক্ত হয়ে তিনি বুধবার হাসপাতাল ত্যাগ করছেন-এমন খবর শোনার পর থেকে দলীয় নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় আরো বেড়ে যায়।

কাউন্সিলর আজাদকে স্বাগত জানান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান।

কাউন্সিলর আজাদ এ সময় বলেন, ‘আমার সুস্থ হওয়ার মধ্য দিয়ে প্রমান হলো দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখনো ভেঙ্গে পড়েনি। বিশেষ করে সিলেটে করোনা হাসপাতাল খ্যাত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ এবং স্বাস্থ কর্মীদের আন্তরিকতার মাধ্যমে আমি করোনামুক্তি হতে পেরেছি।’

উল্লেখ্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও ডাকসাইটে ছাত্রনেতা আজাদুর রহমান আজাদ গেলো ২৪ মে করোনা আক্রান্ত হন। পরদিন ২৫ মে বৃহস্পতিবার তিনি গায়ে সামান্য জ্বর অনুভুত হলে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। টানা ১০ দিন চিকিৎসার পর তিনি সম্পুর্ণ সুস্থ হয়ে বুধবার সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল ত্যাগ করেন।