করোনা চিকিৎসায় মডেল গ্রুপের ৫ কোটি টাকা অনুদান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১২ ২০২০, ২০:৫৬

নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রায় পাঁচ কোটি টাকার সহায়তা কর্মসূচির ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বৃহৎ পোশাক প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান মডেল গ্রুপ।

গতকাল ১১ এপ্রিল এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় ৪ পর্যায়ের সহায়তা কর্মসূচিতে প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে মডেল গ্রুপ।

সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে ৪০ লাখ টাকা ব্যয়ে জেলার বিভিন্ন এলাকা জীবাণু ধ্বংস করা ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে এবং করোনা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল ক্ষেত্রে গুজব প্রতিরোধে সামাজিক সুরক্ষা বলয় তৈরি করবে।

খাদ্য কর্মসূচির আওতায় মডেল গ্রুপে কর্মরত প্রায় ১৫ হাজার শ্রমিকের মাঝে দেড় কোটি টাকার খাদ্য সামগ্রী বিতরণ করবে। এতে প্রত্যেককে চাল,ডাল,আলু, পেঁয়াজ, তেল ও সাবান প্রদান করা হবে।

চিকিৎসা সুরক্ষা কর্মসূচিতে করোনা মোকাবেলায় জেলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত মানসম্মত সরঞ্জাম তথা পিপিই,হ্যান্ড গ্লাভস, সার্জিক্যাল মাস্ক ও প্রটেক্টিভ শিল্ড সরবরাহ করবে।

অর্থ সহায়তা কর্মসূচিতে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ১ কোটি ৫৮ লাখ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করবে।এ কর্মসূচিতে মডেল গ্রুপ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে ২০ লাখ, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানকে ২০ লাখ, নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সাংসদ আলহাজ্ব একেএম সেলিম ওসমানকে ২০ লাখ, জেলা প্রশাসক জসিমউদ্দিনকে ২০ লাখ, জেলা পুলিশ সুপার এসপি জায়েদুল ইসলামকে ১০ লাখ,মধ্যবিত্তদের জন্য ২০ লাখ, সিটি করপোরেশন পরিচ্ছন্ন কর্মীদের জন্য আরো ১০ লাখ, জেলার সংবাদকর্মীদের জন্য ১০ লাখ,মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামানের নিজ এলাকা নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টুকে ২০ লাখ,১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হোসেন শকুকে ৫ লাখ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে ৩ লাখ টাকা নগদ প্রদান করবে।

এছাড়া মধ্যবিত্তদের যে কোন সাহায্যের জন্য মডেল গ্রুপের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

মডেল গ্রুপের জিএম ( উন্নয়ন) মনির সরদার বলেন,করোনা মোকাবেলায় সরকারের বহুমুখী উদ্যোগকে আরো বেগবান করতে মডেল গ্রুপ তার সামাজিক দায়বদ্ধতা থেকে এ কর্মসূচি হাতে নিয়েছে।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মাসুদুজ্জামানের প্রতিষ্ঠান মডেল গ্রুপ সবসময়ই আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।