করোনা ও বন্যা: ২শতাধিক পরিবারে খাদ্যসামগ্রী দিল ‘‘আমরা জালালাবাদ ইউনিয়নবাসী”

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৭ ২০২০, ১০:৩০

বন্যা ও মহামারী করোনায় যখন খেটে খাওয়া ও দুস্থ মানুষেরা আরও বিপর্যস্থ, ঠিক সেই সময়ে দুই শতাধিক পরিবারের পাশে দাঁড়িয়েছে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের অনলাইন ভিত্তিক সামাজিক প্লাটফরম ‘‘আমরা জালালাবাদ ইউনিয়নবাসী”।

ইউনিয়নের আলীনগর, পালপুর, হেংলাকান্দি, খাশেরগাঁও, দিগলবাক নোয়াগাঁও, কুড়িরগাঁও,
পুরান কালারুকা, দাবাদাকান্দি, বাছাইরপার, সর্দারের গাঁও, রায়ের গাঁও, মানসিনগর ও কালির গাঁও গ্রামে দুই শতাধিক পরিবারের হাতে শুকনো খাবার, খাবার স্যালাইন ও জরুরী খাদ্যসামগ্রী তুলে দেয় সংগঠনটি।

এ লক্ষ্যে অলনাইন ভিত্তিক সংগঠনটি গত ১লা জুলাই থেকে ৩রা জুলাই পর্যন্ত অনলাইনভিত্তিক ক্যাম্পেইনের মাধ্যমে ফান্ড কালেকশন করে এবং ৫ জুলাই রবিবার ইউনিয়নব্যাপী খাদ্যসামগ্রী বন্টন করে।

“আমরা জালাললাবাদ ইউনিয়নবাসী” গ্রুপের এ্যাডমিন মডারেটরদের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রম দিয়ে যারা এগিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করা হয়।

অরাজনৈতিক এ প্লাটফরমটি জালালাবাদ ইউনিয়নের দেশে বিদেশে অবস্থানরত অনলাইন এক্টিভিস্টদের দ্বারা পরিচালিত। আর্ত মানবতার কাজে জড়িত এই অনলাইন নেটওয়ার্ক ইতিমধ্যে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।