করোনা; ওসমানীনগরে নতুন করে আক্রান্ত আরও ৪ জন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৩ ২০২০, ১৪:০৪

সিলেটের ওসমানীনগর উপজেলায় এক দিনে ব্যাংক ম্যানেজারসহ আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে আসা রিপোর্টে এ ৪ জনের করোনা পজেটিভ আসে।

নতুন করোনা আক্রান্তরা হলেন, উপজেলার তাজপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মোজাম্মিল হক(৪৫) একই ব্যাংকের অফিস সহকারী শাহজাহান মিয়া(২৮), ঢাকা ব্যাংক গোয়ালাবাজার শাখার অফিসার সৈয়দ আজমান(৩২) এবং উপজেলার উছমানপুর ইউপির ইছামতি বাজারের জনসেবা ফার্মেসীর কর্মচারী দেলওয়ার হোসেন(৩০)। গত ৩জুন উপজেলার তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৪ জনই নমুনা প্রদান করার পর ১২জুন শুক্রবার ১০দিনে তাদের রিপোর্ট পাওয়া যায়।

উপজেলা করোনা সংকান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাজপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার সিলেটে বসবাস করেন আর একই ব্যাংকের অফিস সহকারী বালাগঞ্জের দেওয়ান বাজারে বাড়ি থাকায় তাদের ব্যাপারে স্বস্ব এলাকার প্রশাসনের কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। ঢাকা ব্যাংকের অফিসার গোয়ালাবাজার গদিয়াচরে থাকেন এবং ইছামতি জনসেবা ফার্মেসীর কর্মচারী সেই এলাকায় বসবাস করেন তার দুজনের বাসা শনিবার আমরা লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৮ জন। আইসোলেশনে থেকে চিকিৎসাধীন রয়েছেন ১৬ জন। আর মারা গেছেন ১ জন।