করোনা একটি রাজনৈতিক ভাইরাস
একুশে জার্নাল ডটকম
জুলাই ০৯ ২০২১, ২২:২২
সৈয়দ শামছুল হুদা: নারায়ণগঞ্জের বাতাসে আজ লাশের গন্ধ। সুশীলদের মুখে তালা। এতবড় ঘটনার পরও বন্ধ হবে না কোন কারখানা। আওয়াজ উঠবে না কোন মিডিয়ায়। কিন্তু গত ৮ মাস লাগাতার সকল কওমি মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা চলার পরে একটিতেও করোনায় কেউ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। এরপরও আজ সকল মাদ্রাসাসমূহ পুলিশ দিয়ে পিটিয়ে বন্ধ করা হয়েছে। এজন্যই বলা হয়, করোনা তুই একটা রাজনৈতিক ভাইরাস।
গতবছর লকডাউনে সকল মসজিদে ছিল প্রচন্ড কড়াকড়ি। ৫জনের বেশি শহরের মসজিদগুলোতে কোথাও নামাজ পড়তে দেওয়া হয়নি । অথচ এইবার সব মসজিদে স্বাভাবিকভাবে নামাজ হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এজন্য খুশি। সরকারকে শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য ধন্যবাদও জানাই। তবে এবার মসজিদ থেকে করোনা আউট। সকল করোনা গিয়ে হাজির হয়েছে দেশের সব ছোটখাটো কওমি মাদ্রাসায়, এতিমখানায়, হেফজখানায়। এদিকে লাখো কর্মীতে ঠাসা গার্মেন্টস এ করোনা নাই। কী আজীব তামাশা করছে করোনা।
হে করোনা! তোর উপর খোদার অভিশাপ পড়ুক। তুই একেক সময় একেক রঙ দেখাস। কখনো মসজিদে কখনো মাদ্রাসায় কিন্তু কারখানায় নয় ।