করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূর মৃত্যু
একুশে জার্নাল ডটকম
আগস্ট ০৬ ২০২০, ১৪:১৫

রেজওয়ান উল্লাহ,সাতক্ষীরা প্রতিনিধি: জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সবিতা সরকার (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
সবিতা সরকার জেলার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামের রামপদ সরকারের স্ত্রী।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে বুধবার বিকেলে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন সবিতা সরকার। রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন অন্তত ৬২ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২২ জন।