করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন আশার সিনিয়র অফিসার
একুশে জার্নাল
জুন ০৯ ২০২০, ০১:০৯
প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া থেকে:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেন একজন। তিনি গোকর্ণ ইউনিয়নের ডিঘর গ্রামের নজরুল ইসলাম।
জানা যায়, নাসিরনগরে উপজেলা গোকর্ণ ইউনিয়নের ডিঘর গ্রামের মোঃ নজরুল ইসলাম(৫২); পিতা মৃত সুরুজ আলী। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর -২ ব্রাঞ্চের আশা অফিসে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়িতে ভাড়া বাসায় আজ ৮ জুন সন্ধ্যা ৬ টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
মারা যাবার পর তার আত্মীয়স্বজন মৃতদেহ নিয়ে নাসিরনগর উপজেলার ডিঘর গ্রামে নিয়ে আসে।
নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ কবির হোসেনের সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় বলেন, উল্লেখিত ব্যক্তি নজরুল ইসলামের করোনা সংক্রমণের পরীক্ষা নাসিরনগরে করা হয়নি, কোথাও পরিক্ষা করা হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে লোকমুখে জানতে পারি নজরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সাথে আলাপ করলে তিনি জানান সংবাদ পাওয়ার পর পরই নিয়মানুযায়ী দাফনের কাজ সম্পন্ন করা হয়েছে ।