করোনা উপসর্গ নিয়ে বালাগঞ্জে সাংবাদিকের মৃত্যু
একুশে জার্নাল ডটকম
জুন ১৪ ২০২০, ১৪:৫১
আবুল কাশেম অফিক,বালাগঞ্জ:
করোনা উপসর্গ নিয়ে সিলেটের বালাগঞ্জের সাংবাদিক লিটন দাস লিকনের (৩০) মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি উপজেলা সদরের চানপুর গ্রামের মৃত নিতাই দাস এর ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন থেকে করোনার বিভিন্ন উপসর্গে ভুগছিলেন।গতকাল শনিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন। আজ রোববার (১৪) দুপুরে সিলেট শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এদিকে লিটন দাস লিকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সেক্রেটারি জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম অফিক, সেক্রেটারি দিপক লাল পুরকায়স্থ পলাস সহ ক্লাবের সদস্যরা।