করোনা; ইবিতে একাডেমিক কার্যক্রমের পর এবার প্রশাসনিক কার্যক্রম স্থগিত 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২১ ২০২০, ২১:৩৯

শাহরিয়ার কবির রিমন, ইবি :

করোনা সতর্কতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) গত ১৮ মার্চ থেকে একাডেমিক কার্যক্রম বন্ধ হবার পর এবার অফিসসমূহ বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (২১ মার্চ) সিন্ডিকেটের ১৪৯(ক) তম জরূরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২১ শে মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

রেজিস্ট্রার সূত্রে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে সম্পৃক্ত (শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীগন), স্টেশনে (কুষ্টিয়া, ঝিনাইদহ, ক্যাম্পাস) অবস্থান করে কতৃপক্ষের নির্দেশ মোতাবেক দ্বায়িত্ব পালন করবেন। এসময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার সহ জরূরী সেবা সমুহ যথারীতি চলবে। এবং পরিবহন ব্যবস্থা সীমিত আকারে চালু থাকবে। সেই সাথে বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাজে নিয়োজিত সকল কর্মচারী যথারীতি দ্বায়িত্ব পালন করবে‌।