করোনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ৩০ জন চিকিৎসক 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৩ ২০২০, ১৪:০০

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ জুন পর্যন্ত ৩০ জন ডাক্তার মৃত্যুবরণ করেছেন। সরকারি হিসাবে এ পর্যন্ত ১০৯৫ জন মারা যাওয়ার কথা জানানো হয়েছে। এর অর্থ প্রতি ৩৬.৫ জনে ১ জন ডাক্তার মৃত্যুবরণ করেছেন। যুক্তরাজ্যে এ পর্যন্ত সরকারি হিসাবে ৬৩৭০০ জন কভিড-১৯ এ মৃত্যুবরণ করেছে (ONS data). এর মধ্যে ৩৩ জন ডাক্তার। এর অর্থ প্রতি ১৯৩০ জনে ১ জন ডাক্তার মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে একজন ডাক্তার এর কভিড-১৯ এ মৃত্যুর ঝুঁকি যুক্তরাজ্যের একজন ডাক্তার অপেক্ষা ৫৩ গুন বেশি। অন্যদিকে বর্তমান সরকারি ডাটা অনুযায়ী বাংলাদেশে একজন সাধারন মানুষের কভিড-১৯ এ মৃত্যু ঝুঁকি যুক্তরাজ্যের একজন সাধারন মানুষ অপেক্ষা ১৭৬ গুন কম (এখন পর্যন্ত বাংলাদেশে প্রতি মিলিয়নে ৫.৪ জন মৃত্যুবরণ করেছেন, যুক্তরাজ্যে প্রতি মিলিয়নে ৯৫০ জন মৃত্যুবরণ করেছেন)। এ থেকেই বোঝা যায় বাংলাদেশে ডাক্তারগণ কভিড-১৯ এ অসম্ভব রকমের বেশি ঝুকির মুখোমুখি।

এর কারন দুর্বল স্বাস্হ্য ব্যবস্থা নয় কারন এর ফলে সাধারন মানুষ ও ডাক্তরদের ঝুকির পরিমান একই। এর কারন অপর্যাপ্ত এবং নিম্নমানের Personal Protective Equipments (PPE) বা ব্যক্তিগত সুরক্ষা যন্ত্র, স্বাস্হ্য খাতের দুর্নীতি এবং সঠিক সুরক্ষা নিয়মনীতির অভাব এবং রোগীদের অসততা । অনেক ক্ষেত্রে সাধারন রোগী তাদের কভিড-১৯ গোপন করে ডাক্তারদের ঝুকির মধ্যে ফেলছেন। বাংলাদেশে ডাক্তারগণ অনেক বেশি ঝুঁকি নিয়ে কভিড-১৯ চিকিৎসায় কাজ করছেন। কিন্তু তারপরেও সাধারন মানুষের ডাক্তারদের প্রতি অভিযোগের অন্ত নেই।

সরকারের উচিত ডাক্তারদের মৃত্যু ঝুঁকি কমাতে জরুরি ভাবে সঠিক মানসম্পন্ন পিপিই এবং সঠিক সুরক্ষা নীতিমালা প্রনয়ন করা। তা না হলে কভিড-১৯ পরিস্থিতি সকলের জন্যই অনেক খারাপ দিকে মোড় নিবে।

ডা.রিফাত আল মাজিদ, মেডিকেল জার্নালিস্ট