করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
একুশে জার্নাল ডটকম
জুন ১৭ ২০২০, ১৯:৪৪
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে।
তবে তার কোনো উপসর্গ নেই, তিনি সুস্থ আছেন। করোনা পজেটিভ হওয়ার কথা জানিয়ে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, আজ বিকেলে বাণিজ্যমন্ত্রীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভে আসে। তবে তিনি সুস্থ ও ভালো আছেন। দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।
এরই মধ্যে সরকারের একাধিক মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।