করোনায় আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকারের উপ-পরিচালক
একুশে জার্নাল ডটকম
মে ১৪ ২০২০, ০৪:৪৬

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তা মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে কর্মরত আছেন।
বুধবার (১৩ মে) তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কয়েকদিন ধরে শরীরে সামান্য জ্বর-ব্যথা ছিল। আজকে স্কয়ার হাসপাতালে টেস্ট করি। আমাকে ই-মেইলে জানিয়ে দেওয়া হয় রিপোর্ট পজেটিভ, সেই সঙ্গে সতর্ক থাকতেও বলা হয়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১৯ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৯। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৬২ জন। দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১৭৮২২ জন।