করোনায় আক্রান্ত ছাতক হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ২৮ ২০২০, ০১:০২

জুনাইদ আহমদ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইদুর রহমানের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতকের কৈতক ২০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মোজহারুল ইসলাম।

বুধবার (২৭ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে তার নমুনা টেস্ট করে কোভিড-১৯ পজেটিভ বলে জানানো হয়।

ডা. সাইদুর রহমান কৈতক ২০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার, বর্তমানে প্রেষণে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বায়িত্ব পালন করছেন।
এনিয়ে ছাতক উপজেলায় ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো।