করোনায় আক্রান্ত এশিয়ান টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট বাদশা ওসমানী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ০১ ২০২০, ১৯:৫৮

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির স্টাফ করেসপন্ডেট সাপ্তাহিক জাগো রংপুরের ব্যবস্থাপনা সম্পাদক ও আইপি চ্যানেল তিস্তা টিভির পরিচালক বাদশাহ ওসমানী করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার বিকালে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পিসিআর ল্যাব প্রধান অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে চলতি সপ্তাহের শুক্রবার সকাল থেকে জ্বর সর্দি কাশি নিয়ে অসুস্থ থাকলেও রোববার রাতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরের দিন সোমবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজের সঙ্গে যোগাযোগ করার পর তিনি একজন স্বাস্থ্যকর্মীকে বাসায় পাঠিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যান।

মঙ্গলবার পিসিআর ল্যাবে পরীক্ষা করার পর তার করোনা পজিটিভ শনাক্ত হয়।বর্তমানে চিকিৎসক অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু পরামর্শে রংপুরের বদরগঞ্জে তার নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।