করোনায় আক্রান্ত ইসি মাহবুব তালুকদার
একুশে জার্নাল ডটকম
জুন ২১ ২০২১, ১২:২১

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকা নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার করোনা পজিটিভ। তাঁর ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ এনাম উদ্দীন রবিবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় এই তথ্য জানান।
তিনি বলেন, স্যার গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গতরাতে আইসিইউতে ভর্তি করা হয়েছিলো। এখন তাঁকে কেবিনে আনা হয়েছে।
তিনি জানান, পরীক্ষায় মাহবুব তালুকদারের করোনা পজিটিভ এসেছে।
তিনি বলেন, স্যারের আরও পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তিনি আপাতত ভালো আছেন। এখনো কোনো প্রকার শারীরিক সমস্যা দেখা দেয়নি। ৩০ মিনিট আগে উনার সংগে আমার কথা হয়েছে। স্যার বলেছেন, তিনি ভালো আছেন। শারীরিক কোনো সমস্যা অনুভব করছেন না।
গতকাল রাতে জ্বর এলে হাসপাতালে ভর্তি হন এই জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার।