করোনার প্রভাবে রূপগঞ্জে অনাড়ম্বরভাবে স্বাধীনতা দিবস পালন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৭ ২০২০, ১৫:৩৪

মাহবুবুর রহমান।রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২০ উপলক্ষে রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সং‌ক্ষিপ্ত প‌রিস‌রে প্রত্যুষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুভ সূচনা হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

ইতিপূর্বে কখনোই রূপগঞ্জে এমন জনসমাগমহীন ২৬ মার্চ পালন হয়নি। কিন্তু করোনাই থমকে দিয়েছে জনজীবন। যেখানে দিনভর বিভিন্ন আয়োজনে মুখিয়ে থাকত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা। এবং উপজেলা পরিষদ চত্বর ব্যতিত অন্য কোথাও তেমন কোন আনুষ্ঠানিকতা দৃষ্টিগোচর হয়নি।