করোনার করালগ্রাসে দুর্বিষহ দিন কাটছে সৌদি প্রবাসীদের
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১৬ ২০২০, ১৭:৪৯

সৌদি আরবে করোনা ভাইরাসের কারণে অসহায় অবস্থায় দিন কাটছে সৌদি আরব প্রবাসী বাংলাদেশী ভাইদের।
করোনা ভাইরাস এর কারনে সৌদি জুড়ে চলছে কারফিউ,বন্ধ হয়ে গেছে শপিং সেন্টার রেষ্টুরেন্ট,কফিশপ,বড়,বড়,কোম্পানী সহ সকল ব্যাবসা প্রতিষ্ঠান,বেকার হয়ে পরেছে সব প্রবাসী ভাইয়েরা,এর মধ্যে প্রতিদিন বিদ্যুত গতিতে বেড়ে চলেছে করোনা ভাইরাস এর রোগীর সংখ্যা,দেখা দিয়েছে প্রবাসীদের খাদ্য সংকট,কাজ না থাকার কারনে অনেক প্রবাসী তিন বেলা খেতে পারছেন না।
একুশে জার্নাল সৌদি আরব প্রতিনিধির কাছে বগুড়া জেলার দুঁপচাচিয়া উপজেলার আসলাম বেগ নামক এক সৌদি প্রবাসী ভাই জানিয়েছেন প্রতি মাসে দুই মেয়ের পড়াশোনা,হাত খরচ,সংসার খরচ সহ ২০/২৫ হাজার টাকা দেশে পাঠাতে হয়„করোনার কারনে কাজ বন্ধ হয়ে গেছে,মিলছে না বেতন,তাই দারুন বিপাকে বগুড়ার আসলাম বেগ। তার মতো অসংখ্য সৌদি প্রবাসী এই করোনার কারনে আজ দিশেহারা।
চেয়েছেন সরকারী সহযোগীতা ও সকলের দোয়া,এই করোনা পরিস্থিতি কে সঠিক ভাবে মোকাবেলা করে আবারো ফিরে যেতে চান নিজ কাজে,দেশের জন্য পাঠাতে চান রেমিটেন্স,এমন টা আশা রাখেন এই বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা।