করোনায় হতদরিদ্র ও মধ্যবিত্তদের পাশে দাঁড়াচ্ছে শাহবাজপুরের আলেম সমাজ
একুশে জার্নাল
এপ্রিল ১৪ ২০২০, ০৭:৫৭
করোনাভাইরাস ও বর্তমান পরিস্থিতিতে আমরা শাহবাজপুরের আলেম সমাজের পক্ষ হতে, হত দরিদ্র ও মধ্যবিত্ত আলেম সমাজ ও দ্বিনদার শ্রেনির মানুষ, মধ্যবিত্ত পরিবার, যারা কষ্ট করলেও মানুষের কাছে চাইতে পারবে না তাদের জন্য কিছু করার চিন্তা নিয়ে গত ১৩ এপ্রিল ২০২০ রোজ সোমবার কওমি প্রজন্ম শাহবাজপুর ইউপি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়।
উক্ত মিটিং এর সভাপতিত্ব করেন মুফতী শামসুল আলম। মিটিং এ উপস্থিত ছিলেন কওমী প্রজন্ম শাহবাজপুর ইউপির প্রতিনিধিগণ।
মিটিংয়ে গৃহীত সিদ্ধান্তাবলি নিম্নরূপ-
১/ প্রাথমিকভাবে ১০০+ দরিদ্র পরিবার ও ছাত্র জনতার মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২/ প্রত্যেক সদস্যকে নিজ নিজ যায়গা থেকে সহযোগিতা ও ওয়ার্ড ভিত্তিক দেশী-বিদেশী ডোনার এর সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত হয়।
৩/ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তার কাফন-দাফনের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়।
৪/ আমরা আমাদের দেয়া ইফতার সামগ্রী ও ঈদ সামগ্রীকে ত্রাণ বা দান হিসেবে উল্লেখ করবো না। বরং হাদিয়া ও দূর্যোগকালিন উপহার হিসেবে বিতরন করবো।
৫/ আমরা কোনো উপহারগ্রহিতার ছবি তুলবো না এবং আমরা রাতের আঁধারে উপহার সামগ্রী বিতরন করবো যাতে করে উপহারগ্রহিতা লজ্জিত না হোন। তবে আমাদের সমস্ত কাজের হিসাব নিকাশ প্রত্যেক সদস্যের কাছে তুলে ধরবো।
উক্ত মহতি কাজে শাহবাজপুরের বিত্তবান ভাইদের আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে।
#প্রেস বিজ্ঞপ্তি