করোনায় মারা গেলেন ইবনে সিনার ডাক্তার মেজর আবুল মোকারিম
একুশে জার্নাল
মে ১৩ ২০২০, ০৪:১২

ইবনে সিনা ট্রাস্টের ডাক্তার, দেশের বিখ্যাত রেডিওলজিস্ট ও ইবনে সিনা ডি.ল্যাব ধানমন্ডির চীফ রেডিওলজিস্ট ডা. মেজর অব. আবুল মোকারিম।
মঙ্গলবার রাত ১১.২০ টায় ঢাকার সি এম এইচ এ ইন্তেকাল করেন তিনি। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন )
তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন।