করোনায় নারায়ণগঞ্জে আরো তিনজনের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ০৮ ২০২০, ২০:৪৪

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলাধীন জালকুড়ি এলাকার বাসিন্দা আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান (৬৫) বুধবার বেলা ১১টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সিদ্ধিরগঞ্জ থানা ওসি কামরুল ইসলাম পারিবারিক সুত্রে এ খবর নিশ্চিত করেন।

অপরদিকে সদর উপজেলার চাষাড়া জামতলায় আফতাব উদ্দিন (৭০) করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করলে তাঁকে স্থানীয় প্রসাশনের সহায়তায় দাফন করা হয়।এ খবর নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর খন্দকার মাকছুদুল আলম খোরশেদ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ বন্দর উপজেলাধীন চিত্রাশাল এলাকার বাসিন্দা বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম (৭৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪.৩০ মিনিটে মৃত্যু বরণ করেন। তিনি মৃত্যুর পূর্বে জ্বর-সর্দি ও কাশিতে ভুগছিলেন।

এ ব্যাপারে বন্দর থানার ওসি কামরুল ইসলাম বলেন, তার পরিবারকে এখনো কিছু জানানো হয়নি। আমরা ঢাকা মেডিকেল কলেজের সুত্রে নূরুল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি।

এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশে।
ইতোমধ্যে ২৯ মার্চ বন্দরের রসুলবাগে শিউলি (৪৫) নামে এক নারী, ৪ এপ্রিল শহরের আখড়া এলাকার চিত্তরঞ্জন ঘোষ, ৫ এপ্রিল নয়ামাটির হোসিয়ারি ব্যবসায়ী হাজী আবু সাঈদ মাতব্বর (৫৫), ৬ এপ্রিল চাষাড়া জামতলার গিয়াসউদ্দিন (৬০), সদরের শীতলক্ষা এলাকার ফারুক আহমেদ (৫০), ৭ এপ্রিল সোনারগাঁ উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকার ভাড়াটিয়া জিল্লুর রহমান (৬৫) ও রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মারফত আলী (৫৫) করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এ যাবত আড়াইহাজার উপজেলায় কোন পজেটিভ রিপোর্ট না পাওয়া গেলেও আজ উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় মাসুদা (৩০) এক নারীর করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তিনি বন্দর থেকে এসেছেন বলে জানা গেছে। একুশে জার্নালকে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচ- ডা. সায়মা ইসলাম ইভা।