করোনায় জনসচেতনতা তৈরিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিরন্তর ছুটে চলা
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ০৯ ২০২০, ১৮:০১
ইয়ামিন কাদের নিলয়
শরীয়তপুর জেলা প্রতিনিধি
করোনা ভাইরাস প্রতিরোধে নিজের আরাম, আয়েশ, বিশ্রাম, বিলাসিতাকে বিসর্জন দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একনিষ্ঠভাবে দেশ ও জাতির জন্য অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন ডামুড্যার জনগণের ভরসাস্থল ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন।ডামুড্যা উপজেলার করোনা পরিস্থিতি সামাল দিতে দিন রাত অলিগলিতে করোনার ভাইরাসের সতর্কতা ও সচেতনতামূলক নির্দেশনা দিয়ে যাচ্ছেন।
পৌর এলাকাসহ ডামুড্যা উপজেলার ইউনিয়ন থেকে শুর করে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং, প্রবাসীদের বাড়ি বাড়ি যেয়ে হোম কোয়ারেন্টিন নিশ্চিত, বিনা প্রয়োজনে কেউ বাড়ি থেকে বের না হওয়া নিশ্চিতের জন্য পরিশ্রম করে যাচ্ছেন,কেউ বাড়ি থেকে বের হলে সামাজিক দুরত্ব (এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির দুরত্ব কমপক্ষে ৩ ফুট) বজায় রেখে চলাচলের জন্য এলাকায় ঘুরে ঘুরে মাইকিং করে নির্দেশনা দিচ্ছেন।
সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় ঔষুধদের দোকান, কাঁচা বাজার,মুদির দোকান এগুলো শুধু মাত্র খোলা থাকার জন্য নির্দেশ দেন।অনেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখায় ডামুড্যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, হাট বাজার ও গ্রাম-গঞ্জে অভিযান পরিচালনা করেন।
এছাড়া ডামুড্যা বাজারে গণ পরিবহন সহ অন্য সব কিছু বন্ধ করে দিয়েছেন।জনসমাগম সহ বিভিন্ন হাট বাজার এবং বিয়ের আয়োজন বন্ধ রাখার জন্য জনসাধারণ নির্দেশ দেন।ডামুড্যা উপজেলায় করোনা ভাইরাসকে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে নিয়মিত বাজার তদারকী করছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেশী রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে ডামুড্যা উপজেলার অসাধু ব্যবসায়ীদের জরিমানা সহ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তিনি অসাধু ব্যবসায়ীদের আতঙ্ক হয়ে উঠেছেন।তিনি প্রতিদিন বাজার মনিটরিং করার পাশাপাশি বিভিন্ন জায়গায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছেন।দেশের এই জরুরী পরিস্থিতিতে ডামুড্যা উপজেলা কে সর্বোচ্চ সচেতন করতে এবং সরকারের দেয়া নির্দেশ বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন।
ডামুড্যা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা জনাব আব্দুল কাদের বেপারী বলেন,ডামুড্যা উপজেলার বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা অমান্য করে চায়ের দোকানে আড্ডা ও জমজমাট হাট বসেছিল।তড়িৎ গতিতে এলাকায় এলাকায় ঘুরে মামুন স্যার এসব বন্ধ করেন।তিনি জনসাধারণের মাঝে মাইকিং করে সচেতনতা থাকার জন্য বিশেষ অনুরোধ করেন।সাধারন জনগন থেকে শুর করে ক্রেতা বিক্রেতাদের বুঝিয়ে বুঝিয়ে তিনি বাড়িতে পাঠিয়ে দেন।সত্যি তিনি একজন দেশপ্রেমিক বীর যোদ্ধা ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন স্যার।যিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জাতির জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
ডামুড্যা উপজেলার মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার জনাব আবুল বাশার বেপারী বলেন,ভয়ংকর মহামারী করোনা ভাইরাস থেকে দেশের মানুষ কে বাঁচাতে একজন বীর যোদ্ধার মত দিন রাত আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন।করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশ বাস্তবায়নের জন্য ডামুড্যা উপজেলার বিভিন্ন আড্ডায় অভিযান চালানো থেকে শুর করে প্রতিদিন করোনার ভাইরাসের সতর্কতা ও সচেতনতা মূলক প্রচারণা করছেন,তিনি মাইক দিয়ে জনসাধারনদের আহ্বান জানাচ্ছেন বাইরে ঘোরাফেরা না করে ঘরে ফিরে যাওয়ার জন্য। সেই সাথে মানুষকে নানা পরামর্শ দিয়ে সচেতন করে যাচ্ছেন তিনি। বিষয়টি আতঙ্কিত মানুষের মাঝে আশার সঞ্চার করছেন। এছাড়া সাধারন মানুষ নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন।