করোনায় ইতালিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ২৯ ২০২০, ১৩:৫৯

প্রাণঘাতী করোনাভাইরাস সারা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে। বিশ্বের অধিকাংশ মানুষ ঘর বন্দী জীবন কাটাচ্ছে শুধুমাত্র করোনা ভাইরাসের সংক্রমণ থামানোর জন্য তারপরেও সংক্রমণ বেড়ে চলছে খুব দ্রুত গতিতে।

চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করলেও মৃত্যুর হার কিছুতেই কমিয়ে আনা যাচ্ছে না।

সারা পৃথিবীতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৩০৮৮৩ জন। তারমধ্যে শুধুমাত্র ইতালিতে মৃত্যুর সংখ্যা ১০ হাজার অতিক্রম করেছে।

এ সংবাদ লেখা পর্যন্ত ইতালিতে মোট মৃত্যুর সংখ্যা ১০০২৩ জন।

এছাড়াও স্পেনে ৫৯৮২, চীনে ৩৩০০, ইরানে ২৫১৭, ফ্রান্সে ২৩১৪ ও যুক্তরাষ্ট্রে ২২২৭ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমণ কমিয়ে আনার জন্য বাংলাদেশেও বন্ধ করে দেয়া হয়েছে দেশের সকল প্রতিষ্ঠানের কার্যক্রম।

ঝুঁকিপূর্ণ এলাকা এবং ভবনগুলো লক ডাউন করে দেয়া হয়েছে।

শুধুমাত্র ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

এজন্য সেনাবাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত।

বাংলাদেশ সরকারের এই সচেতনতার জন্য তার সুফলও ভোগ করছে দেশের জনগণ। এখনো পর্যন্ত বাংলাদেশে মৃত্যুর সংখ্যা ৫।