করোনাভাইরাস: ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল বিধিনিষেধ
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৩ ২০২২, ১২:৩৮
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এই রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসময় উন্মুক্ত স্থানে এবং অভ্যন্তরে একশর বেশি লোকজন নিয়ে কোনো সমাবেশ করা যাবে না এবং সকল স্কুল-কলেজ এবং সমপর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে।
উল্লেখ্য, দেশে করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনসহ করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ১০ জানুয়ারি সারাদেশে বিধিনিষেধ জারি করে সরকার। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়।