করোনাভাইরাস: শিক্ষা কার্যক্রম স্থগিতের বিষয়ে ঢাবির সিদ্ধান্ত কাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৬ ২০২০, ১০:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনতিবিলম্বে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ করা অথবা আগাম গ্রীষ্মকালীন ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছে

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা কার্যক্রম স্থগিতের বিষয়ে আলোচনা করতে সোমবার (১৬ মার্চ) জরুরি বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।

রবিবার (১৫ মার্চ) রাতে ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন ঢাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. আখতারুজ্জামান।

ভিসি জানান, আগামীকালের বৈঠকে পরিস্থিতি মোকাবিলার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, সব ইন্সটিটিউশনের প্রধান এবং বিভাগীয় প্রধানরা।

ভিসির সভাপতিত্বে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবেন তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে প্রশাসনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ করা অথবা আগাম গ্রীষ্মকালীন ছুটি ঘোষণার অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে ভিসি বরাবর একটি স্মারকলিপিও দিয়েছে ডাকসু।

একই অনুরোধ জানিয়ে ভিসি আখতারুজ্জামান বরাবর চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সেখানেও অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় বন্ধ করা অথবা আগাম গ্রীষ্মকালীন ছুটি দেওয়ার অনুরোধ জানানো হয়।