করোনাভাইরাস: বেনাপোলে সেনাবাহিনীর যৌথ অভিযান
একুশে জার্নাল ডটকম
মার্চ ২৭ ২০২০, ০১:৩২

যশোর জেলা প্রতিনিধি:
করোনাভাইরাস আতঙ্কে পুরো বিশ্ব অচল হয়ে পড়েছে। সেই সঙ্গে সারাদেশে মার্কেট-দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবিলায় বেনাপোলে উপজেলা প্রশাসনের সঙ্গে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর টিম বেনাপোলের বিভিন্ন স্থানে চালাচ্ছে অভিযান।
এসময় হ্যান্ডমাইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে নাগরিকদের প্রতি আহবান জানানো হয়।
বেনাপোলে বুধবার সকাল থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। মুদি দোকান এবং ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ রয়েছে। কিন্তু বেনাপোল কাঁচাবাজারে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।