করোনাভাইরাস; বাহুবলে উন্মুক্ত চলাফেরা করছে ইতালি ফেরত এক প্রবাসী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ১৯ ২০২০, ১১:৫২

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অনেক লোক।এর মধ্যে সর্বোচ্চ মৃত্যুের রেকর্ড ইউরোপের ইতালিতে। বর্তমানে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমাদের বাংলাদেশেও।

বুধবার (১৮ই মার্চ) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে জোড়ালো পদক্ষেপ। বিদেশ ফিরত প্রবাসীদের জন্য দেশের বিভিন্ন জেলায় ও উপজেলায় কোয়ারেন্টাইন সেন্টার কোলা হয়েছে। অনেক প্রবাসীদের স্বপরিবারে রাখা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে।

কিন্তু বাহুবলে ইতালি ফেরত মতিন মিয়া (৩০) প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সভাপতির ছত্র চায়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

ইতালি প্রবাসীর এমন কর্মকান্ড দেখে পুটিজুরী ইউনিয়নের দ্বিগাম্বর এলাকায় সৃষ্টি হয়েছে এক অজানা আতংক বিরাজ করছে

মতিন মিয়া পুটিজুরী ইউনিয়নের রাজসুরাত গ্রামের ছুরুক মিয়ার ছেলে। মতিন মিয়া দীর্ঘদিন যাবত ইতালি থাকার পর গত (১৩ই মার্চ) বাংলাদেশে এসে প্রকাশ্য গুড়ে বেড়াচ্ছেন। সরেজমিনে মতিন মিয়ার বাড়িতে দিয়ে দেখা যায়,তিনি বাড়িতে নেই। জানা যায়,

মতিন মিয়া প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেছেন। এসময় তার সহযোগী ছাত্রলীগ নেতার মোবাইল ফোনে জানতে চাইলে,তিনি বলেন এসব ব্যাপার না,বুঝেন তো আমি সিলেট শাহজালাল বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি!

এব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা শীগ্রই ‘এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব’।