করোনাভাইরাস প্রতিরোধে কর্ণফুলীতে লিফলেট বিতরণ
একুশে জার্নাল ডটকম
মার্চ ১৯ ২০২০, ২০:২৬

মোহাম্মদ মহিউদ্দিন,কর্ণফুলী চট্টগ্রাম প্রতিনিধি
পুরো বিশ্বে একটি আতংকের নাম এখন করোনা ভাইরাস এই ভয়ংকর ভাইরাস প্রতিরোধে
আজ ১৯শে মার্চ দুপুরে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় কর্ণফুলী করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে জনসাধারণের মাঝে মাইকিং ও লিফলেট বিতরণ করেন কর্ণফুলী উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী,কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন,সহ উপজেলা পরিষদের কর্মর্কতাবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নোমান হোসেন বলেন সারা বিশ্বে এখন ভয়ংকর করোনা ভাইরাস নিয়ে আতংকে।করোনা ভাইরাস প্রতিরোধে এলাকার মানুষ যাতে সচেতন হই তার জন্য আমরা মাইকিং সহ লিফলেট বিতরণ করি।
তিনি বলেন সবাইকে সচেতন থাকতে হবে এটা খুব মারাত্মক একটা ভাইরাস এটা নিয়ে পুরো বিশ্ব আতংকে।এটা কে অবহেলা কোনো ভাবেই চলবে না।
তিনি আরও বলেন করোনা ভাইরাস প্রতিরোধে কারো বিরুদ্ধে অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিব।