করোনাভাইরাস; নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৮, মৃত্যু ২ জন
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ২২ ২০২০, ১২:৫০

মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ;
নারায়ণগঞ্জে ২২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৭৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯৯।
২২ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলায় ২০৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৭৮ জনের। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয় ১৪শ ৬ জনের। এর মধ্যে মোট করোনা আক্রান্ত ৪৯৯। মৃত্যু ঘটেছে গত ২৪ ঘণ্টায় ২ জনের। জেলায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। নতুন করে কেউ এখনো সুস্থ হয়নি,পূর্বে সুস্থ হয়েছেন ১৬ জন।
২১ এপ্রিল সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১০ জন। অথচ এর আগের ২৪ ঘণ্টায় ছিল ৮১ জন। হঠাৎ আক্রান্তের সংখ্যা যখন ১০ এ নেমে এসেছিল তখন সকলের মধ্যে স্বস্তি আসলেও পরের দিন তথা আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আবার বেড়ে উন্নীত হয়েছে ৭৮ জনে। মানে গত ২৪ ঘণ্টায় ৭৮ আক্রান্ত যুক্ত হয়ে এখন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৯৯।
এর আগে ২১ এপ্রিল সকালে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৬ জনের নমুন সংগ্রহ করা হলেও পজেটিভ পাওয়া গেছে মাত্র ১০ জনের। অথচ ২০ এপ্রিল সকাল সাড়ে ৮ টা পর্যন্ত ১১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৮১ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়। ওই সময়ে মারা যান চারজন।
বিশিষ্টজনদের মতে, জনসংখ্যার হারে পরীক্ষার পরিমাণ খুবই কম। আরো অনেক পরিমাণে পরীক্ষা প্রয়োজন। এবং জেলা সিভিল সার্জন অফিসের তথ্য কোন কোন ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে।এ ব্যাপারে কেন্দ্রের তদারকি আরো বৃদ্ধি করা উচিৎ বলে মনে করেন অনেকেই।